Wednesday, October 9, 2013

Spider silk (স্পাইডার সিল্ক)




স্পাইডার সিল্ক এর ইতিহাসঅনেক পুরনো। এটি আফ্রিকার মাদাগাস্কারে চাষ করা হত। কিন্তু তা এখন ইতিহাস।এখনো পর্যন্ত কেউ এটি দিয়ে সফল ভাবে কাপড় তৈরী করতে পারেনি।স্পাইডার সিল্ক এর দারুন কিছু বৈশিষ্ট্য আছে।এটি খুবই শক্ত,খুবই স্থিতিস্থাপক। এর সাহায্যে হাতে বুনন করাও খুব শক্ত কাজএছাড়াও স্পাইডারকে চাষ করা মুশকিল।গোল্ডেন স্পাইডার ওয়ার্ম আফ্রিকার মাদাগাস্কারে পাওয়া যায়।সাধারণত স্ত্রী স্পাইডার থেকে সিল্ক সংগ্রহ করা হয়।
                                             স্ত্রী স্পাইডর।
প্রায় ৬০ জনের এক গ্রুপ মিলে ৫ বছর কাজ করে নিচের শিল্পটি তৈরী করার মত সিল্ক সংগ্রহ করেন!!!
জাদুঘরে সংরক্ষিত একটি কাপড়।
কাপড় তৈরী করার জন্য প্রথমে স্পাইডার সংগ্রহ করে সেগুলোকে কারখানাতে নিয়ে যাওয়া হয় ও তারপর সেগুলো থেকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে সিল্ক ফিলামেন্ট সংগ্রহ করা হয়।এরপর অনেকগুলো সিল্ক ফিলামেন্ট একত্রিত করে পাক দিয়ে একটি সুতা তৈরী করা হয়।
সিল্ক সুতা।
সুতা তৈরী করার পর নিচের চিত্রের মাধ্যমে লুমে কাপড় তৈরী করা হয়।

 উইভিং করার পরে আরো অন্যান্য আনুসংগিক কাজের মাধ্যমে নিম্নরুপের ফিনিশিং প্রোডাক্ট পাওয়া যায়।

তবে কিছুদিন আগে জাপানে আধুনিক পদ্ধতিতে স্পাইডার সিল্ক হতে নিম্নোক্ত কাপড় তৈরী করা হয়।
 আর এ সিল্কের তৈরী পোশাক সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে প্রদর্শীত হয়েছে।স্পাইবার নামের জাপানী একটি প্রতিষ্ঠান সিন্থেটিক স্পাইডার সিল্কের এ পোশাক  তৈরী করেছে।তাদের দাবি স্পাইডার সিল্কের তৈরী এ পোশাক ইস্পাতের চেয়ে ৪~৫ গুন হাল্কা হলেও তা অনেক হাল্কা!এ প্রযুক্তি আবিষ্কারের জন্য ১৬টি পেটেন্টের দাবি করেছে স্পাইবার।

Filled Under:

0 comments:

Post a Comment